সাতক্ষীরার তালায় উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। একই সময় বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের মাঝেও ফুটবল ও জার্সি বিতরণ করেন তিনি।
বুধ ও বৃহস্পতিবার (২৪, ২৫ জুন) দু’দিন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীর হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন ক্রীড়ামোদী সরদার মশিয়ার রহমান।
তালা উপজেলার দক্ষিণ বারুইহাটি হাফিজিয়া মাদ্রাসার ক্ষুদে ফুটবলাররা ক্রীড়া সামগ্রী পেয়ে বলেন, ভবিষ্যতে তারা মেসি-রোলানদো মতো হয়ে বাংলাদেশের নেতৃত্ব দিতে চান।
সরদার মশিয়ার বলেন, আমাদের দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের ফুটবলার গড়ে তুলতে হলে ও কোমলমতি শিশু-কিশোরদের মাদকের বিষাক্ত ছোবল থেকে নিরাপদ রাখতে সঠিক গাইড লাইন, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও খেলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে বিশ্ব মানচিত্রে ফুটবল খেলার দেশের তকমা আমাদের অধরাই রয়ে যাবে।
এসব ভাবনা থেকেই ব্যক্তিগত উদ্যোগে উদীয়মান ক্ষুদে ফুটবলারদের মাঝে উপহার নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]