প্রাণঘাতি করোনাভাইরাসে দুর্ভোগে পড়া শেরপুরের ৮ ক্রীড়াবিদ পেল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত ১০ হাজার টাকা ৩ ফুটবলার এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে পাওয়া পাঁচ হাজার টাকা ৫ জন অ্যাথলেটকে প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ক্রীড়াবিদদের হাতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম এ অনুদানের অর্থ তুলে দেন।
অনুদার প্রদান অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সদস্য সৈয়দ বদরুল হক রেজভী, ফুটবল রেফারি গোলাম রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া সংগঠক মো. সাদেকুর রহমানকে ৪ হাজার টাকা, সাবেক কৃতি ফুটবলার রঞ্জিত সরকারকে ৩ হাজার টাকা ও বর্তমান কৃতি ফুটবলার তানজিম ইসলাম সিজারকে ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এছাড়া অ্যাথলেটিক্সের ৫ হাজার টাকা অ্যাথলেট রুমা, লামিয়া, হাবিব, সুজন ও ছানুয়ারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়।
তিনি আরও জানান, এর আগে স্থানীয় উদ্যোগে শেরপুর ডিএফএ’র পক্ষ থেকে জেলার ৬৫ জন কর্মহীন ফুটবলারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
হাকিম বাবুল, শেরপুর
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]