সাতক্ষীরার আশাশুনীতে নদীর পাড়ে পরিবারের সঙ্গে বাস করতো তামিম নামে এক ছোট্ট শিশু। ঘূর্ণিঝড় আম্ফানে সর্বনাশা নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে এখন নিঃস্বপ্রায় শিশু তামিমের পরিবার। তীব্র খাদ্য সঙ্কটের মাঝে দিন কাটছে তাদের। এমন খবর পেয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
পরিবারের এই দুঃসময়েও ক্ষুদে তামিমের ক্রিকেট প্রেমে একটুও কমেনি। নদী ভাঙনের আগে বাংলাদেশ দলের একটি জার্সি ছিল তার কাছে। ঘর ভেঙে যাওয়ার জার্সিটিও নদীতে ভেসে গেছে। সম্প্রতি একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই এলাকায় সাহায্য প্রদান করতে গেলে উপস্থিত স্বেচ্ছাসেবকদের কাছে ক্রিকেটার তামিমের জার্সি ও ব্যাট চেয়ে বসে ক্ষুদে তামিম।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে শিশু তামিমের আবদারটি শেয়ার করেন স্বেচ্ছাসেবকেরা। ঘটনাটি জানা মাত্রই এগিয়ে আসেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, ছোট্ট শিশু তামিমকে শুধু জার্সি নয়, নগদ অর্থ ও খাদ্য সহায়তাও পাঠাবেন তিনি।
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই দেশের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এরই মধ্যে অসংখ্য মানুষকে সাহায্য করেছেন তিনি। নিজের সঞ্চয়ের অর্থ থেকে তার এমন মহানুভবতা চারদিকে প্রচুর প্রশংসা কুড়াচ্ছে।
এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]