জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ মোরশেদ। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ আনসারের হয়ে অংশ নেওয়া এ গ্র্যান্ডমাস্টার তার মুকুট ফিরে পেলেন।
সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ ভবনে শ্রেডার মিলনায়তনে দশম ও শেষ রাউন্ডে চট্টগ্রামের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে হারিয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন নিয়াজ।
জাতীয় দাবায় এ নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতলেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ। সর্বশেষ ২০১২ সালে এ প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন তিনি।
১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। এবার সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়ার ৭ বছর পর শিরোপা উদ্ধার করলেন তিনি।
প্রতিযোগিতার ৪৫তম আসরে ৭ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব রানারআপ ও বাংলাদেশ আনসারের ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয় হয়েছেন। এছাড়া গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এবার সাড়ে ৫ পয়েন্ট নিয়ে হয়েছেন ষষ্ঠ।