দিল্লি ওপেন দাবায় শীর্ষে জিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১২ জানুয়ারি ২০১৮
দিল্লি ওপেন দাবায় শীর্ষে জিয়া

দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় এককভাবে শীর্ষে রয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন তিনি।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ১৮তম আসরে তাহসিন তাজওয়ার জিয়া দেড় পয়েন্ট ও মো. মিজানুর রহমান ১ পয়েন্ট অর্জন করেছেন। বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ট্রান তুয়ান মিনকে হারান। গ্র্যান্ড মাস্টার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ট্রমপোস্কি অ্যাটাক পদ্ধতিতে খেলে ৪৩ চালের মাথায় গ্র্যান্ড মাস্টার ট্রান তুয়ান মিনের বিরুদ্ধে জয়ী হন।

এর আগে বুধবার রাতে তৃতীয় রাউন্ডে জিয়া ভারতের ভাম্বুরে শান্তানুর বিপক্ষে জেতেন। চতুর্থ রাউন্ডে তাহসিন ভারতের সপ্তর্ষি গুপ্তার সঙ্গে ড্র করেন ও মো. আবুল কাশেম ভারতের মানিষ আন্ত ক্রিস্টিয়ানোর কাছে হেরে যান।

২৩ টি দেশের ১৮ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৬ মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৫ জন খেলোয়াড় এই আসরে অংশ নিচ্ছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মার্সেল ১ম বিভাগ দাবা লিগে এগিয়ে এরিনা চেস ক্লাব

মার্সেল ১ম বিভাগ দাবা লিগে এগিয়ে এরিনা চেস ক্লাব

প্রিমিয়ার ডিভিশন দাবায় বেঙ্গল চেস ক্লাব চ্যাম্পিয়ন

প্রিমিয়ার ডিভিশন দাবায় বেঙ্গল চেস ক্লাব চ্যাম্পিয়ন