শেরপুরে ডিএসএ দাবা প্রতিযোগিতায় আবারো চ্যাম্পিয়ন হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন আব্দুর রউফ আজিজ। এনিয়ে পর পর ৫ বার সহ রউফ আজিজ ৯বার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। এবার ১১ রাউন্ডের খেলায় সমান ১০ পয়েন্ট করে অর্জন করলেও টাইব্রেকারে রানারআপ হয়েছেন সদরের কামারিয়া এলাকার মো. শাহজাহান।
আব্দুর রউফ আজিজ চ্যাম্পিয়ন ও মো. শাহজাহান রানারআপ হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল অভিনন্দন জানিয়েছেন।
১০ মার্চ রবিবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলরনায়তনে অনুষ্ঠিত ডিএসএ দাবা প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের শেষ রাউন্ডের খেলায় গতবারের রানারআপ নকলার সোহেল রানা চ্যাম্পিয়ন রউফ আজিজকে পরাজিত করে ৫ পয়েন্ট পেয়ে ৭ম স্থান লাভ করেন।
এদিন রানারআপ মো. শাহজাহান নকলার সজীব মিয়াকে পারজিত করেন। সজিব মিয়া সাড়ে ৫ পয়েন্ট পেয়ে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। এছাড়া নকলার আমিরুল ইসলাম বাছাইপর্বের চ্যাম্পিয়ন চন্দ্রকোনার আহছান হাবীবকে পরাজিত করে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে তৃতীয় হন। আহছান হাবীব ৭ পয়েন্ট পেয়ে ৪র্থ হয়েছেন।
একসময়ে তুখোড় দাবাড়ু সদরের আতিকুর রহমান স্বপন এদিন শ্রীবরদীর হাজ্জাজ বীন মারুফকে পরাজিত করে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে ৫ম স্থান লাভ করেন। হাজ্জাজ বীন মারুফ সাড়ে ৪ পয়েন্ট পেয়ে ৮ম হয়েছেন। এছাড়া সদরের শাকিল আহমেদ ঝিনাইগাতীর মোহাম্মদ আবু ছালেহ’র বিরুদ্ধে জয়লাভ করে ৪ পয়েন্ট পেয়ে ৯ম হন। সমান ২ পয়েন্ট করে অর্জন করলেও টাইব্রেকিংয়ে
ঝিনাইগাতীর মোহাম্মদ আবু ছালেহ ১০ম, স্কুল দাবা চ্যাম্পিয়ন প্রিয়ন্তী সাহা পিউ ১১ তম এবং ঢাকলহাটি এলাকার আবু জর গাফ্ফারি ১২তম স্থান লাভ করেন। গত ১ মার্চ থেকে শুরু হওয়া ডিএসএ দাবা প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ১২ জন দাবাড়– রাউন্ড রবীন লীগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বীতা করেন।
এবার ডিএসএ দাবা প্রতিযোগিতায় রেটিংধারী ৪ জন ছাড়াও ২ নারী সহ ২৪ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন দাবাড়– এ বছরের জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ ‘বি’ পর্বে (বাছাইপর্বে) শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া এবারের সর্বোচ্চ পয়েন্টধারী র্যাংকিংয়ের প্রথম ৫ জন আগামী বছরের ডিএসএ দাবা প্রতিযোগিতায় সরাসরি চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। অন্যদের বাছাইপর্ব উত্তীর্ণ হয়ে চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করতে হবে।