শেরপুরে অনুর্ধ্ব-১৬ স্কুল দাবা প্রতিযোগীতায় প্রিয়ন্তি সাহা পিউ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার জেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত শেষ দিনের খেলায় পিউ কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের তৌফিক ই-ইলাহি রামিনকে পরাজিত করে।
প্রতিভা অন্বেষণ ও নতুন দাবা খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে শেরপুরে জেলা ক্রীড়া সংস্থা অনুর্ধ্ব-১৬ স্কুল দাবা প্রতিযোগীতার আয়োজন করে। ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জনের অংশগ্রহণে তিন দিনব্যাপী স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় সাত রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে খেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী প্রিয়ন্তি সাহা পিউ পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে।
এদিকে, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ফাহিম ফয়সাল শেষ রাউন্ডে একই বিদ্যালয়ের আবরার জাওয়াদকে সময়ের ব্যবধানে পারজিত করে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে।
আবরার জাওয়াদ ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়, সরকারি ভিক্টোরিয়া একাডেমির শাহরিয়ার মল্লিক প্রভাত ৪ পয়েন্ট পেয়ে ৪র্থ, হাসান রূহানি লাবিব সাড়ে তিন পয়েন্ট পেয়ে ৫ম, কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের তৌফিক ই-ইলাহি রামিন সমান সাড়ে তিন পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে ৬ষ্ঠ, সরকারি মডেল বালিকা বিদ্যালয়ের মালিহা মুনাওয়ারা বুশরা দেড় পয়েন্ট পেয়ে সপ্তম এবং একই পয়েন্ট পেয়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ফাহমিদ হাসান শান্ত অস্টম স্থান লাভ করেছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে দাবাড়ুদের খেলা উপভোগ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ.জেড. মুরশীদ আলী, নেজারত ডেপুটি কালেক্টর মঞ্জুর আহসান, জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।