মহানগরী ফিদে দাবায় শীর্ষে জোয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ০২ নভেম্বর ২০১৭
মহানগরী ফিদে দাবায় শীর্ষে জোয়ার

মহানগরী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে জোয়ার হক প্রধান ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এছাড়া সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শওকত বিন ওসমান শাওন, মনির হোসেন, আবজিদ রহমান, আবদুল মোমিন, মতিউর রহমান মামুন, দেওয়ান শহিদুল আমীন ও শাহনাজ মোহাম্মদ ফারুক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ক্রীড়া কক্ষে এ দাবা প্রতিযোগিতায় পঞ্চম রাউন্ডের খেলায় জোয়ার জাবের আল হামিদকে, মনির রিয়াসাত-ই-নূরকে, শাওন মুকিতুল ইসলাম রিপনকে, আবজিদ আহমেদ জাহাঙ্গীর বাবুলকে, মোমিন নাসির উদ্দিন অপুকে ও মামুন আহমেদ মাইনুদ্দিনকে পরাজিত করেন। শহিদুল শাহনাজের সঙ্গে ও মোহাম্মদ সিরাজুল কবীর ফয়সাল হোসেনের সঙ্গে ড্র করেন।



শেয়ার করুন :