প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিডে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের একটি সিরিজ খেলতে যাচ্ছেন। সেই ইভেন্টের খরচ মেটাতে ১৫.৮ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২৭ জানুয়ারি) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ বছর বয়সী তাহসিন দাবা জগতের একজন উদীয়মান তারকা। প্রয়াত বাবার উত্তরাধিকার হিসেবে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৫ সালে তিনি তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
ইভেন্ট তিনটি হলো: বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ (মন্টিনিগ্রো), এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ (শ্রীলঙ্কা ২০২৫) এবং গ্র্যান্ড মাস্টার্স এবং আন্তর্জাতিক মাস্টার্স ইভেন্ট (হাঙ্গেরি)। বিসিবি তিনটি আন্তর্জাতিক ইভেন্টের খবর বহন করবে।
বিবৃতিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “তাহসিন একজন অত্যন্ত প্রতিভাবান দাবা খেলোয়াড় এবং তাকে তার কিংবদন্তি পিতার পদাঙ্ক অনুসরণ করতে দেখে আমি আনন্দিত। ভবিষ্যতে জিএম হওয়ার লক্ষ্যে আইএম খেতাব অর্জনের লক্ষ্যে আমরা আরও সাফল্য এবং শ্রেষ্ঠত্বের জন্য তার অনুসন্ধানকে সমর্থন করতে চাই। বিসিবি তাহসিনের যাত্রার অংশ হতে পেরে গর্বিত।”
একই সাথে দাবা এবং দেশের ক্রীড়ায় অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশের এটি একটি দারুণ উপায় বলেও মনে করেন বিসিবি সভাপতি।