ঢাকায় শেখ রাসেল দাবা প্রতিযোগিতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ এএম, ০৮ অক্টোবর ২০২১
ঢাকায় শেখ রাসেল দাবা প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে দাবা প্রতিযোগিতা-২০২১। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদ উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন, আলাউদ্দিন সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

দাবা প্রতিযোগিতায় শতাধিক শিশু-কিশোর দাবাড়ু দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এর আগে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শেরপুরে মেয়র কাপ ফুটবল

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে শেরপুরে মেয়র কাপ ফুটবল

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

মিশ্র দলগত দাবার স্বর্ণ জয় আনসারের

মিশ্র দলগত দাবার স্বর্ণ জয় আনসারের

দাবা অলিম্পিয়াডের এ গ্রুপে নবম স্থানে বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডের এ গ্রুপে নবম স্থানে বাংলাদেশ