বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ এএম, ০২ জুলাই ২০২১
বিশ্বরেকর্ড করে ১২ বছর বয়সেই গ্রান্ডমাস্টার অভিমন্যু

প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিকের গন্ডিতে পা দেওয়ার বয়সেই বিশ্বকে চমকে দিয়েছেন অভিমন্যু মিশ্র। ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী এ কিশোর ইতিহাস গড়ে হয়েছেন গ্রান্ডমাস্টার। সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে দাবার সর্বোচ্চ খেতাব গ্রান্ডমাস্টার অর্জন করেছেন তিনি।

সবচেয়ে কম বয়সে গ্রান্ডমাস্টার হওয়ার পথে ভেঙেছেন ইউক্রেনের সার্জে কার্জাকিনের রেকর্ড। ২০০২ সালে মাত্র ১২ বছর ৭ মাস বয়সে গ্রান্ডমাস্টার খেতাব অর্জন করেছিলেন কার্জাকিন। দীর্ঘ ১৯ বছর এ রেকর্ডে ভাগ বসালেন অভিমন্যু মিশ্র। গ্রান্ডমাস্টার খেতাব পাওয়ার দিন তার বয়স ছিল ১২ বছর ৪ মাস ২৫ দিন।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ রেকর্ডে জন্ম দেন অভিমন্যু মিশ্র। এদিন ভারতের ১৫ বছর বয়সী গ্রান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারান তিনি। আর এতেই গ্রান্ডমাস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেন অভিমন্যু।

ভারতীয় বংশোদ্ভুত অভিমন্যুর জন্ম এবং বেড়ে উঠা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। এর আগে মাত্র ১০ বছর ৯ মাস ২০ দিন বয়সে ইন্টারন্যাশন্যাল চেস মাস্টার (আইএম) খেতাব পান তিনি।

২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি জন্ম নেওয়া অভিমন্যু আইএম হওয়ার পথে ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানানন্দের রেকর্ড ভাঙেন। প্রজ্ঞানানন্দ ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে আইএম খেতাব অর্জন করেছিলেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

মৌসুমের প্রথম এল ক্লাসিকো ক্যাম্প ন্যুতে

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

দর্শক পূর্ণ গ্যালারিতে লর্ডসে ফিরছে ক্রিকেট

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়

শেষ হলো জার্মানির জোয়াকিম লো অধ্যায়