করোনাভাইরাসের কারণে ওলট-পালট বিশ্ব ক্রীড়াঙ্গন। সেই মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়ে এখন পর্যন্ত স্থগিত হয়েছে অনেকগুলো ক্রীড়া ইভেন্ট। যার সংখ্যাটাও নেহাত কম নয়। ফুটবল-ক্রিকেট-অলিম্পিকের মতো স্থগিত হয়েছে বিশ্ব দাবা অলিম্পিয়াডও। চলতি বছর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের সবচেয়ে বড় দাবা আসরটি।
তবে করোনাভাইরাসের কারণে আসরটি ১ বছর পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে। দাবা অলিম্পিয়াড পিছিয়ে যাওয়ায় এই ফাঁকা উইন্ডোতে অনলাইন দাবা অলিম্পিয়াড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দাবা ফেডারেশনগুলোর নিয়ন্ত্রণ সংস্থা। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশের ৬ দাবাড়ু। ইতোমধ্যে নামও এন্ট্রি করেছে বাংলাদেশ।
২২ জুলাই থেকে শুরু হতে যাওয়া দাবা অলিম্পিয়াডটি চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যেখানে তিন দিনে হবে ৯ রাউন্ডের খেলা। যেখানে বাংলাদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।
পুরুষ বিভাগে খেলবেন দেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, রিফাত বিন সাত্তার ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান । আর নারী বিভাগে খেলবেন অভিজ্ঞ দাবাড়ু রানী হামিদ ও শারমিন সুলতানা শিরিন এবং ওয়ালিজা আহমেদ। এর মধ্যে ফাহাদ ও ওয়ালিজা খেলবেন অনূর্ধ্ব-২১ বিভাগে।
কিছুদিন আগে অনলাইন দাবা অলিম্পিয়াড আয়োজনে অ্যাডহক কমিটি গঠন করেছে দাবা ফেডারেশন। যেখানে লাখ টাকার প্রাইজমানি দিয়ে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন সভায় সভাপতিত্ব করা পুলিশের আইজি ও দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিসহ সাব কমিটি গঠনের ব্যাপারেও আলোচনা হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]