সীমিত আকারে দর্শকদের উপস্থিতিতে কিটজবুহেলে আটজনের একটি টেনিস টুর্নামেন্টের আয়োজন করবেন অস্ট্রিয়ার ডোমিনিক থিম। শনিবার (৩০ মে) আয়োজকদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
ক্লে-কোর্ট ইভেন্টে ফ্রান্সের জাইল মনফিলসের সাথে খেলবেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট থিম। ১৩ জুলাই থেকে শুরু হওয়া বার্লিন টুর্নামেন্টেও অংশ নেবেন থিম। সেখানে তার সাথে থাকবেন আলেক্সজান্দ্রা জেভরেভ ও নিক কিরগিওস।
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকে এটিপি ও ডব্লুটিএর সকল ইভেন্ট স্থগিত রয়েছে। এটিপি জানিয়েছে, আগস্টের আগে কোন প্রতিযোগিতা শুরুর কোন সম্ভাবনাই নেই।
‘থিম সেভেনের’ ইভেন্টের আয়োজকরা বলেছেন, এ প্রতিযোগিতার প্রাইজমানি ৩ লাখ ৩৩ হাজার ডলার। টুর্নামেন্টটি এটিপি ফাইনালের মতো রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ডিরেক্টর ফ্লোরিয়ান জিনাগল বলেছেন, আমরা প্রতিদিন দিন-রাত উভয়ই সেশনের পরিকল্পনা করছি। গ্যালারিতে সীমিত আকারে দর্শক থাকবে এবং অবশ্যই, অস্ট্রিয়ান ফেডারেল গর্ভমেন্টের নিয়ম মেনে চলতে হবে।
সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে। আমন্ত্রিত আরও ছয় খেলোয়াড়ের নাম পরে ঘোষণা করা হবে। থিম বলেন, ‘আসল লক্ষ্য হলো- এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া। যা প্রশিক্ষণের অংশ হতে পারে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]