অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৮ জুলাই ২০২১
অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন কারবার

টোকিও অলিম্পিক থেকে ইতিমধ্যেই অনেক টেনিস খেলোয়াড় নিজেদের সরিয়ে নিয়েছেন। নতুন করে সেই তালিকায় যোগ দিলেন জার্মানির টেনিস তারকা আঞ্জেলিক কারবার। নিজের নাম প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন কারবারই।

ব্যস্ত সূচির কারণে টানা খেলার মাঝেই ছিলেন কারবার। বিশ্রাম নেয়ার জন্যই তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা নিজেকে সরিয়ে নিলেন অলিম্পিক থেকে। এর আগে ২০১৬ সালে রিও অলিম্পিকে মেয়েদের এককে রুপা জিতেছিলেন তিনি।

৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের গ্রাস কোর্টের মৌসুমে এবার বেশ ব্যস্ত সময় কেটেছে। গত এক মাসে তিনটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। হোমবুর্ক ওপেন জয়ের পর উইম্বলডনে ওঠেন সেমি-ফাইনালে।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের টোকিও অলিম্পিক। এবারের আসরে টেনিসের রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডমিনিক টিম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ, বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো, ড্যান ইভান্স ও ইয়োহানা কন্তার মত নামীদামি খেলোয়াড়েরা অংশ নিচ্ছে না ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

অলিম্পিকে খেলছেন না ফেদেরার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উইম্বলডনে

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উইম্বলডনে

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

ভারতীয় তরুণের হাত ধরে যুক্তরাষ্ট্রের উইম্বলডন জয়

উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়

উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়