উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১২ জুলাই ২০২১
উইম্বলডন জিতে নতুন রেকর্ড জোকোভিচের

নোভাক জোকোভিচের দ্বারা সবই সম্ভব। আর সেটাই যেনো আবার প্রমাণ করে দেখালেন টেনিসের এই বড় তারকা। হোঁচট খেয়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের শিরোপা নিজের করে নিলেন সার্বিয়ান এই তারকা। রবিবার (১১ জুলাই) শিরোপা জয়ের মধ্য দিয়ে নতুন রেকর্ডও গড়েন তিনি।

উইম্বলডনের ফাইনাল ছিল দারুণ জমজমাট। শুরুতেই সবাইকে চমকে দিয়ে প্রথম সেট জিতে নেন বেরেত্তিনি। ৬-৭ গেমে প্রথম সেটটি নিজের করে নেন বেরেত্তিনি। এরপর বাকি গল্পটা কেবলই জোকোভিচের।

প্রথম সেটে হারা জোকোভিচ এরপর তিনটি সেট সরাসরি জিতে নেন। ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে টানা তিন সেট জয়ের মধ্য দিয়ে শিরোপাও নিজের করে নেন তিনি।

এর আগে ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালের উইম্বলডন জিতেছিলেন জোকোভিচ। আর এবার গ্র্যান্ড স্ল্যাম জয়ের মধ্য দিয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সিঙ্গলসে ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড এ ভাগ বসালেন তিনি।

এ বছরটা দারুণ যাচ্ছে জোকোভিচের জন্য। উইম্বলডনের আগে অস্ট্রেলিয়া ওপেন ও ফরাসি ওপেনও নিজের করে নিয়েছিলেন তিনি। সব মিলয়ে নয়টি অস্ট্রেলীয় ওপেন, দুইটি ফরাসি ওপেন, তিনটি ইউএস ওপেন ও ছয়টি উইম্বেলডন জিতেছেন জোকোভিচ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ সানিয়া মির্জা

দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ সানিয়া মির্জা

চোখের জল ফেলে বিদায় সেরেনার

চোখের জল ফেলে বিদায় সেরেনার

উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়

উইম্বলডন থেকে ফেদেরারের বিদায়

সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ

সেরেনার পর এবার সরে দাঁড়ালেন হালেপ