করোনার মধ্যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে টেনিসের গ্র্যান্ড গ্লাম ইভেন্ট উইম্বলডন। প্রাইজমানি কমছে শীর্ষ তারকাদের, তবে প্রথমদিকের রাউন্ডে বাদ পড়া টেনিস খেলোয়াড়দের প্রাইজমানি বাড়াচ্ছে উইম্বলডন কর্তৃপক্ষ। কম খ্যাতি সম্পন্ন টেনিস তারকাদের আর্থিকভাবে সাহায্য করতেই এ সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ।
করোনার কারণে ২০২০ সালে সবগুলো গ্র্যান্ড গ্ল্যাম অনুষ্ঠিত হলেও মাঠে গড়ায়নি উইম্বলডনের আসর। এক বছর বিরতি দিয়ে মাঠে ফিরছে উইম্বলডন। আর তাতেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। চলতি বছরের ২৮ জুন থেকে শুরু হবে উইম্বলডনের এবারে আসর।
উইম্বলডনের মোট প্রাইজমানি কমেছে ৫ দশমিক ২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি। চ্যাম্পিয়নের প্রাইজমানি কমেছে ২৭ দশমিক ৬৫ শতাংশ। আর যারা উইম্বলডনের বাছাই পর্ব পেরিয়ে আসতে পারবেন তাদের প্রাইজমানি বেড়েছে ১৭ দশমিক ৫ শতাংশ।
উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিযোগিতায় প্রথমদিকের রাউন্ড থেকে বাদ পড়া খেলোয়াড়দের সাহায্য করাই এবারের আসরের মূল লক্ষ্য।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]