ফ্রেঞ্চ ওপেন থেকে একের পর এক তারকারা নিজেকে সরিয়ে নিচ্ছেন। এবার সে তালিকায় নাম উঠালেন বিশ্বের নম্বর ওয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন তিনি।
বার্টির আগে গণমাধ্যম বিতর্কে জড়িয়ে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নাওমি ওসাকা। সংবাদ সন্মেলন করতে না চাওয়ায় তাকে বহিষ্কার করার হুমকি দেওয়ায় নাম সরিয়ে নিয়েছিলেন চারটি গ্রান্ড গ্ল্যামজয়ী এ তারকা।
এছাড়াও সংবাদ সন্মেলন করতে যাওয়ার সময় গোড়ালিতে আঘাত পান দুইবারের উইম্বলডনজয়ী পেত্রা কেভিতোভা। গোড়ালির ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি।
বৃহস্পতিবার (৩ জুন) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পোলিশ মাগদা লিনেত্তের মুখোমুখি হয়েছিলেন অ্যাশলে বার্টি। পোলিশ তারকার কাছে প্রথম সেটে ৬-১ ব্যবধানে হারেন তিনি। এরপর পায়ের ইনজুরির কারণে আর মাঠে নামতে পারেননি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ী বার্টি। এ কারণেই ওয়াক ওভার পেয়ে তৃতীয় রাউন্ডের উঠে যান পোলিশ তারকা মাগদা লিনেত্তে।
প্রথম সেটেই হিপে ব্যথা পান অ্যাশলে বার্টি। ইনজুরি নিয়েই খেলেন প্রথম সেট। ইনজুরি নিয়েই কিছুটা ঘুরে দাড়িয়েছিলেন। দ্বিতীয় সেটে ২-২ এ লড়াই করছিলেন। কিন্তু এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ইনজুরির কারণে মেডিকেল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]