ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। ২ ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ে নাদালের কাছে ৬-০, ৬-২, ৭-৫ সেটে হেরেছেন জকোভিচ। এছাড়া এ জয়ে রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁলেন নাদাল।
রোববার (১১ অক্টোবর) ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতে আরেকটি কীর্তি গড়েছেন নাদাল। তা হলো- নিজের ঝুলিতে ক্লে কোর্টে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড পুরেছেন তিনি।
ম্যাচে নাম্বার ওয়ান তারকা জকোভিচ কোন কিছু বুঝে ওঠার আগেই প্রথম সেটে ৬-০ ব্যবধানে জিতে নেন নাদাল। মাত্র ৪৫ মিনিটেই শেষ হয় প্রথম সেট।
প্রথম সেটের ন্যায় দ্বিতীয় সেটেও আধিপত্য বিরাজ করে খেলেন নাদাল। জিতে নেন ৬-২ ব্যবধানে। সর্বশেষ তৃতীয় সেটে কিছুটা লড়াই করেন জকোভিচ। তবে কোনো লাভ হয়নি। ৭-৫ ব্যবধানে ম্যাচটি নিজের করে নেন নাদাল।
১২ বছর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সরাসরি সেটে ফেদেরারকে হারিয়েছিলেন নাদাল। এ যুগ পর আবারও সরাসরি সেটে জিতলেন তিনি। এ জয়টা নাদলের কাছে আরও আনন্দের। কারণ, ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন তিনি।
ম্যাচ শেষে নাদাল বলেন, এ জয় আমার সবকিছু জুড়ে থাকবে। সত্যি বলছি, আমি রজারের (ফেদেরার) সমান ২০তম নিয়ে কখনো ভাবিনি, আমার কাছে এটি রোলাঁ গাঁরোয় আরেকটি বিজয়। আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো এখানে কাটিয়েছি।
তিনি আরও বলেন, এখানে খেলাটা আমার কাছে সত্যিকারের এক অনুপ্রেরণা আর ভালোবাসার অবিস্মরণীয় গল্প। এ নগরী আর এ কোর্টের সঙ্গে আমার সত্যিকারের ভালোবাসা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]