সারা বছর ফুটবল নিয়ে সময় কাটালেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এক ঝাঁক তারকা এবার এসএসসির বাধা পেরিয়েছেন। প্রাণঘাতি করোনার মাঝে খেলা বন্ধ থাকার এই সময়ে নারী ফুটবলের জন্য দিনটি উৎসবে পরিণত হয়েছে।
জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, আনাই মগিনী, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাজেদা, রেহেনা ও মাহফুজা উত্তীর্ণ হয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষায়।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মানবিক বিভাগের শিক্ষার্থী আঁখি পেয়েছেন জিপিএ-৩.৮৩, বিকেএসপির আরেক শিক্ষার্থী রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা মানবিক বিভাগ থেকে পেয়েছে জিপিএ-৩.৫০।
রাঙ্গামাটির আরেক ফুটবলার আনাই মগিনী পেয়েছেন জিপিএ- ২.০০। জাতীয় দলের যমজ বোনদের মধ্যে ছোট আনুচিং মগিনী এসএসসির বাধা ডিঙিয়েছিলেন আগেই। এবার বড় বোন আনাইও পেরোলেন।
রংপুরের মেয়ে স্বপ্না মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ-৩.৯৪। তবে ইনজুরির কারণে পরীক্ষার আগে তেমন পড়াশোনা সুযোগ পাননি তিনি।
এছাড়া শামসুন্নাহার সিনিয়র জিপিএ-৩.০৬, রেহেনা ৩.৭৫, মাহফুজা ৪.৪৩, সাজেদা ২.৮০ পেয়ে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এসএসসিতে মেয়েদের এমন ফলাফলে খুশি তাদের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ওদের ফলাফলের জন্য সকাল থেকেই উদ্গ্রীব ছিলাম। সবার সাথে কথা হলো। সারা বছর খেলা নিয়ে ব্যস্ত থাকার পরও ওরা যে ফলাফল করেছে এটা খুবই ভালো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]