মুজিববর্ষ ক্রিকেট : ১৮ মার্চ মঞ্চ মাতাবেন এ আর রহমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৯ মার্চ ২০২০
মুজিববর্ষ ক্রিকেট : ১৮ মার্চ মঞ্চ মাতাবেন এ আর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশ জুড়ে করা হয়েছে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা। আর তাতে পিছিয়ে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বিসিবি।

আয়োজিত টি-টোয়েন্টি ম্যাচ দুই অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। শুধু টি-টোয়েন্টি ম্যাচই নয় আয়োজন করা হচ্ছে কনসার্ট। ১৮ মার্চ সেই কনসার্টে মঞ্চ মাতাবেন এ আর রহমান। বিষয়গুলো রোববার (৮ মার্চ) বিসিবিতে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বোর্ড মিটিংয়ে আমাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে একটি হলো হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর টি-টোয়েন্টি সিরিজ। আপনারা জানেন, এখানে যে দুটো প্রোগ্রাম আছে আমরা তা নিশ্চিত করেছি। একটা হল কনসার্ট আছে ১৮ তারিখে, এ আর রহমানের। আমরা সেটা করব। আর হলো এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ। সেটা আমরা ২১ ও ২২ তারিখ করব। মিটিংয়ে আমরা কনফার্ম করে ফেলেছি যে এগুলো হবে।’

চারিদিকেই করোনাভাইরাস আতঙ্ক চলছে তবে করোনাভাইরাস শনাক্তের কারণে আয়োজনে ঝুঁকি আছে কি না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া ।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামনে কি পরিস্থিতি হয় সে ব্যাপারে তো আমরা জানি না। করোনাভাইরাস সব দেশেই পাওয়া যাচ্ছে। সরকার যে পদক্ষেপগুলো নেবে, কিংবা নিচ্ছে- সামনে কী সিদ্ধান্ত হবে এবং সামনের পরিস্থিতির উপর নির্ভর করবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা