গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান। শক্তিশালী ডিজিটাল সমাজ নির্মাণে গ্রামীণফোনের সঙ্গী হয়ে কাজ করবেন এ টাইগার অলরাউন্ডার।
মঙ্গলবার (২২ অক্টোবর) জিপি হাউজে এ মোবাইল অপারেটরের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গ্রামীণফোনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল খাতের অগ্রগতিতে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখছে।’
বাংলাদেশের ডিজিটাল খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে চান তিনি। সাকিব বলেন, ‘নিজের পারফরম্যান্স আরও সমৃদ্ধ করতে এবং সমর্থকদের আস্থা অটুট রাখতে আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে ও দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘নির্ভরযোগ্য ক্রিকেটার ও আইকন হিসেবে সাকিব আল হাসান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক সেবায় গ্রামীণফোনও সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এটি একটি দুর্দান্ত সমন্বয়। গ্রামীণফোন ও সাকিবের এ অংশীদারিত্ব সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।’