ক্রিকেটেও এখন গ্ল্যামার লাগে! বিউটি উইথ ব্রেন্ড জয়া আহসান এবার বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন। বার্কিহাম প্যালেসের সামনে ঐতিহাসিক মল চত্বরে জমকালো আয়োজনে উদ্বোধন হয় দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ আসর।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে টাইগার ক্রিকেটের বিজ্ঞাপন হয়ে হাজির হয়েছিলে অভিনেত্রী জয়া আহসান এবং টাইগার তারকা আব্দুর রাজ্জাক। যেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তারকা ক্রিকেটের আজহার এবং নোবেল জয়ী মালালা ইউসুফজাই।
বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে জয়া আহসানকে কেন লন্ডনে উড়িয়ে নেয়া হলো। লন্ডন থেকে সেই বিতর্ক, সমালোচনা ছড়িয়ে পড়েছে ৫০ হাজার মাইল দূরে বাংলাদেশেও। সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবাক, বিস্মিত হয়েছেন বিশ্বকাপ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকরাও।
বিশ্বকাপের বিশ্বমঞ্চে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করতে একজন মধ্য বয়সী সুন্দরী নায়িকার দরকার পড়ে বাংলাদেশের? সত্যিই হাস্যকর। এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভারে আসা একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে জাহানারা বা সালমা খাতুনদের চেয়ে কি জয়া আহসান ক্রিকেট দুনিয়া বেশি চিনে?
আরও পড়ুন> বিশ্বকাপের উদ্বোধনীতে রাজ্জাক-জয়ার চমক
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ঝড় বইছে। জয়া আহসানের ব্যাট ধরা নিয়ে চলছে হাস্যরস। তাকে ব্যঙ্গ করে নানা স্ট্যাটাস ঘুরছে সোশ্যাল দুনিয়ায়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ব আসে, জয়া আহসানকেই কেন বাংলাদেশের ক্রিকেটের দূত বানানো হলো?
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন প্রভারশালী পরিচালক স্পোর্টসমেইল২৪.কমকে জানান, জয়া আহসানকে বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধি করার পিছনে বিসিবির কোন হাত নেই। আইসিসির অফিসিয়াল ব্রডকাস্টার স্টারস্পোর্টস বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য স্থানীয় ব্রডকাস্টারদের শরণাপন্ন হয়। স্থানীয় ব্রডকাস্টারদের ইচ্ছা খুশিতেই জয়া আহসান সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন> পুরুষদের ফুটবলে প্রথমবারের মতো নারী রেফারি
এছাড়া সম্প্রতি বাংলাদেশের ফুটবলেও শুভেচ্ছাদূত হয়েছিলেন জয়া আহসান। সেটি মনে করে দিয়ে তিনি আরও জানান, জয়া আহসানকে টাইগার ক্রিকেটের বিজ্ঞাপন করার পিছনে সরকারের একটি মহলের তদবীর বা চাপও থাকে পারে। তবে, ক্রিকেটের সৌন্দর্য প্রমাণে ২২ গজে ব্যাট বলই যথেষ্ট। সেখানে জয়া আহসানের মতো সুন্দরী নায়িকা এনে দেশকে রিপ্রেজেন্ট না করলেও চলতো।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চের পাশে বাংলাদেশে স্থানীয় ব্রডকাস্ট প্রতিষ্ঠানের একজন উচ্চপদস্থ কর্মকতাকেও জয়া আহসানের সাথে দেখা গেছে। তবে সেই কর্মকর্তার সাথে স্পোর্টসমেইল২৪.কমের বিশেষ প্রতিনিধি কথা বলার চেষ্টা করলে তিনি কোন মন্তব্য না করেই মল চত্বর ত্যাগ করেন।
এদিকে বিসিবির এক সমর্থিত সূত্রে জানা গেছে, জয়া আহসান এবং আব্দুর রাজ্জাককে বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতিতেই হয়েছে!