যুক্তরাষ্ট্রে সাংবাদিকের মোবাইল নিরাপত্তাকর্মীকে দিলেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ পিএম, ১২ জুন ২০২৪
যুক্তরাষ্ট্রে সাংবাদিকের মোবাইল নিরাপত্তাকর্মীকে দিলেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারের পর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে যাওয়ার আগে স্টেডিয়াম থেকে বের হওয়ার পর অপ্রতিকর ঘটনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। স্ত্রী-সন্তানের ভিডিও করার ‌‘অভিযোগে’ এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে পুলিশে দিয়েছেন সাকিব।

দেশের শীর্ষ দৈনিক পত্রিকা প্রথম আলো অনলাইন ভার্সনের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বলা হয়, টিম বাসের কাছে দাঁড়িয়ে থাকা স্ত্রী ও তিন সন্তানের সাথে একটু সময় কাটাতে ম্যাচ শেষে সাকিব একাই বেরিয়ে আসেন। কাছেই টিম বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের চার-পাঁচজন সাংবাদিক। তাদের মধ্যে কেউ একজন পারিবারসহ সাকিব আল হাসানকে ভিডিও করলে সাকিব প্রথমে মানা করেন।

এরপর সাকিব এগিয়ে এসে বাংলাদেশি সেই সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে পাশেই উপস্থিত যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন। এছাড়া সে সময় অভিযোগও করেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও ওই সাংবাদিক পরে মোবাইল সেট ফেরত পেয়েছেন।

সাকিব আল হাসান প্রায়ই মেজাজ হারিয়ে ভক্তদের সাথে নানা অপ্রতিকর ঘটনার জন্ম দেন। মেজাজ হারিয়ে মাঠে আম্পায়ার কিংবা স্ট্যাম্পেও লাথি মারার মতো ঘটনা জন্মও সাকিব আল হাসান দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটিতে সাকিব ভালো করতে পারেননি। বল হাতে মাত্র ১ ওভার বোলিং করতে পেরেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত সাকিবকে আর বোলিংয়ে আনেননি। এছাড়া ব্যাট করতে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব। ৪ বল থেকে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরেছেন টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রোটিয়াদের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র পর্ব শেষে গ্রুপ পর্বে বাকি দুই এখন অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানে দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং নেদারল্যান্ডস। সুপার এইটে খেলতে হলে বাকি দুই ম্যাচেই টাইগারদের সামনে জয়ের বিকল্প নেই।



শেয়ার করুন :