প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সবধরনের খেলাই বন্ধ রয়েছে। তবে অঞ্চল বেধে প্রাণঘাতি এ ভাইরাসের সংক্রামন কমে আসায় বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছে ক্রীড়া ইভেন্ট। সেই ধারাবাহিকতায় ফিরতে যাচ্ছে গলফ টুর্নামেন্টও।
করোনা পরবর্তী আশার কথা হলো- এশিয়ান ট্যুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সেপ্টেম্বর থেকে গলফ খেলা শুরু করতে চাইছে। আর শুরুতেই থাকছে দক্ষিণ কোরিয়ার সিনহান ওপেন গলফ। সবকিছু ঠিক থাকলে সেখানে খেলবেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান।
চলতি বছরের মার্চের শুরুতে সর্বশেষ মালয়েশিয়া ওপেন গলফে খেলছেন সিদ্দিকুর রহমান। এরপর করোনাভাইরাসের কারণে আর কোনও এশিয়ান ট্যুরের প্রতিযোগিতাই হয়নি। ফলে বাসায় বসে অলস সময় কাটাতে হচ্ছে বাংলাদেশি এ গলফারকে।
প্রাথমিক সূচিতে সেপ্টেম্বরে আরও দুটি প্রতিযোগিতা রয়েছে। জাপানে প্যানাসনিক ওপেন এবং তাইওয়ানের মারকিউরিস ওপেন। তিনটি প্রতিযোগিতাতেই অংশ নিতে চান সিদ্দিকুর।
মঙ্গলবার তিনি গণমাধ্যমকে জানান, এশিয়ান ট্যুরের তিনটি প্রতিযোগিতা রয়েছে। এসব প্রতিযোগিয় তিনি খেলতে চান। আয়োজকদেরও তিনি এ তথ্য জানিয়েছে দিয়েছেন। তবে তার আগে করোনা পরিস্থিতির বিষয়টি তিনি পর্যবেক্ষণ করবেন।
দুইবারের এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের সাম্প্রতিক পারফরম্যান্স খুব বেশি ভালো নয়। সর্বশেষ মালয়েশিয়ায় ৩১তম হয়েছিলেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]