ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড শিরোপা রিয়ালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ জুন ২০২৪
ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে রেকর্ড শিরোপা রিয়ালের

বরুশিয়া ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে আরও একবার ইউরোপের সেরা হলো রিয়াল মাদ্রিদ। জার্মান জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুললো কার্লো আনচেলত্তির দল।

শনিবার (১ জুন) বাংলাদেশ সময় দিনগত রাতে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে প্রথমার্ধটা দখলে রেখেছিল ছিল বরুশিয়ার। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। তবে কাঙ্ক্ষিত ফল পেতে যুদ্ধ করতে হয়েছে শেষ পর্যন্ত।

ম্যাচের ৭৪তম মিনিটে দলকে উচ্ছ্বাসে ভাসান কার্ভাহাল। ভিনিসিয়ুস আদায় করে নেন রিয়াল। টনি ক্রুসের মাপা ক্রস ছয় গজ বক্সের মধ্যে লাফিয়ে ওঠে হেডে বল জালে জড়িয়ে দেন দানি কার্ভাহাল। সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

এরপর ৭৮তম মিনিটে ভিনিসিয়ুসের কাটব্যাক বাইলাইনে পেয়ে বেলিংহ্যাম টাচ করলেও কাজে লাগাতে পারেননি। দুই মিনিট পর বিপজ্জনক জায়গা থেকে ক্রুসের ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান বরুশিয়া গোলরক্ষক কোবেল।

পিছিয়ে থাকা ডর্টমুন্ড ভুল করে বসে। ৮৩তম ডিফেন্ডার ইয়ান ম্যাটসন লেফট ব্যাক পজিশন থেকে ভুল পাসে বল পেয়ে যান বেলিংহ্যাম। বল পেয়েই বাঁ দিকে থাকা ভিনিসিয়ুসের পাছে পাঠিয়ে দেন। বল পেয়েই দূরের পোস্ট দিয়ে গোল আদায় করেন তিনি। শেষ দিকেও এ গোলে জয় নিশ্চিত হয়ে যায়।

এর আগে বেশ কয়েকবার সুযোগ পেয়েও রিয়াল মাদ্রিদের জালে বল পাঠাতে পারেনি ডর্টমুন্ড। ২০তম মিনিটে ম্যাট হামেলসের থ্রু বল ধরে রিয়াল গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। ২৩তম মিনিটেও বরুশিয়ার টানা আক্রমণে ভাগ্যগুণে বেঁচে যায় রিয়াল।



শেয়ার করুন :