টাকা নেই, অলিম্পিক বাছাইপর্বে নারী ফুটবল দলকে পাঠাচ্ছে না বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ৩০ মার্চ ২০২৩
টাকা নেই, অলিম্পিক বাছাইপর্বে নারী ফুটবল দলকে পাঠাচ্ছে না বাফুফে

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের এশিয়ান বাছাইপর্বের প্রথম রাউন্ডে নারী ফুটবল দলকে পাঠাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ, আর্থিক সংকট! বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৫ থেকে ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুনে সাত দিনের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। গ্রুপ বি-তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইরান, স্বাগতিক মিয়ানমার এবং মালদ্বীপ। তাদের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা ছিল।

বুধবার (২৯ মার্চ) এক ভিডিও বার্তার মাধ্যমে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “বিমান ভাড়া, বাসস্থান, অনুশীলন, খাবার এবং পরিবহনের ব্যয় সংশ্লিষ্ট অংশগ্রহণকারী দেশ বহন করবে বলে মনে করা হচ্ছে কিন্তু বাফুফের কাছে টাকা নেই।”

তিনি আরও বলেন, “আমরা জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। তবে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাইনি। তহবিল অর্জনের অন্য কোন বিকল্প না থাকায়, বাফুফে সিদ্ধান্ত নিয়েছে নারী দল (ফুটবল) অলিম্পিকের বাছাইপর্বের অংশ নেবে না।”



শেয়ার করুন :