বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২
বিমানবন্দরে কৃষ্ণাদের লাগেজ ভেঙে ডলার চুরি!

নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরার পর একের পর এক অব্যবস্থাপনার মুখে পড়তে হয়েছে বাংলাদেশ নারী দলকে। তবে এবার আরও বড় অভিযোগ পাওয়া গেছে, সাফের ফাইনালে বাংলাদেশের হয়ে গোলদাতা কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের ব্যাগ থেকে কাপড়, ডলার ও টাকা চুরি হয়েছে।

১৯ বছর পর বাংলাদেশের ফুটবলে বড় কোনো সাফল্য এসেছে। ফলে দেশজুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল বুধবার (২১ সেপ্টেম্বর) দিনভর। বিমানবন্দরে সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নেওয়ার জন্য হাজার হাজার লোক জড়ো হয়েছিলেন।

মানুষের ভিড়ে ফুটবলারদের বিমানবন্দর থেকে বের করে আনতেই হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তা কর্মীরা। তবে এত আনন্দের মধ্যেও ঘটেছে অনাকাঙ্খিত ঘটনা।

নেপাল থেকে আসা ফুটবলারদের লাগেজ পড়ে ছিল বিমানবন্দরে। পরে সেখান থেকে বাফুফে লাগেজগুলো নিয়ে যাওয়ার পর দেখা যায় কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগের তালা ভাঙা বা কোথাও কাটা হয়েছে।

এরপর ভিতরে চেক করে দেখা যায় দু’জনের  ব্যাগ থেকে বাংলাদেশি ও নেপালি টাকা, ডলার এবং কিছু কাপড় খোয়া গেছে।

নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন বলেন, , “কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।”

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের লাগেজ থেকে চুরির ঘটনা নতুন কিছু নয়। তবে জাতীয় নারী ফুটবল দলের লাগেজ থেকেও চুরি ঘটনা সবাইকে একটু বেশিই অবাক করেছে।

এই ঘটনা জানার বাফুফের নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরন যোগাযোগ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তারা আশা করছেন খুব দ্রুত এরকম একটি অনাকাঙ্খিত ঘটনার সমাধান হবে।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

সমর্থন প্রয়োজন, এটা কেবলই সফলতার শুরু

বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

চ্যাম্পিয়নরা আসছেন, বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

চ্যাম্পিয়নরা আসছেন, বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দেশে ফিরেছেন বাংলার সোনার মেয়েরা

দেশে ফিরেছেন বাংলার সোনার মেয়েরা