বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২
বিমানবন্দরে বিশৃঙ্খলায় বাতিল প্রথম সংবাদ সম্মেলন!

নেপালে ইতিহাস গড়ে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণ করে নিতে নানা আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ বাফুফের উর্ধ্বতন কর্মকর্তারা। 

বিমানবন্দরে পৌঁছানোর পর সাবিনা-কৃষ্ণাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এরপর মিষ্টিমুখ করানো হয়েছে। সূচি অনুযায়ী বিমানবন্দরে একটি ছোট্ট সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরে চরম বিশৃঙ্খলায় সেটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক অভর্থনার পাওয়ার পরই তাদের পড়তে হয়েছে চরম বিশৃঙ্খলার মধ্যে। গণমাধ্যমকর্মীর, ইউটিউবারসহ একাধিক ফোন ক্যামেরার চাপে সাবিনাদের বের হওয়ার জন্য রাস্তা তৈরি করতেই হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তা কর্মীরা। 

সকাল থেকে নারী দলের দলে মোতায়েন করা বাড়তি পুলিশ সদস্যরাও পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এমনকি বের হওয়ার সময় রীতিমতো ধাক্কাধাক্কি করেই বের হতে হয়েছে খেলোয়াড়দের।

ভিআইপি লাউঞ্জে আটকে থাকার সময় একাধিক ফুটবলার ফেসবুকে লাইভে এসেছেন। জানিয়েছেন, বাইরে এত বেশি ভিড় থাকার কারণে বের হতে পারছেন না তারা। 

তবে প্রথম সংবাদ সম্মেলন বাতিল হলেও বাফুফে ভবনে দ্বিতীয় সংবাদ সম্মেলন সূচি অনুযায়ী সময়মতোই অনুষ্ঠিত হবে। এর আগে ছাদখোলা বাসে করে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে সাবিনা-কৃষ্ণাদের নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে।

এর আগে নেপালে সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাগতিক নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। ফলে দেশের এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

২০২৩ সালে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভেন্যু চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু ২০২৩ নয় ২০২৫ সালের জন্যও আগেভাগে ভেন্যু ঘোষণা করেছে তারা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নরা আসছেন, বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

চ্যাম্পিয়নরা আসছেন, বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

গোল্ডেন গার্লস ক্যাপ্টেন সাবিনা ও মাসুরার বাড়িতে আনন্দের বন্যা

গোল্ডেন গার্লস ক্যাপ্টেন সাবিনা ও মাসুরার বাড়িতে আনন্দের বন্যা

মেয়েদের স্যালুট জানাচ্ছেন কোচ ছোটন

মেয়েদের স্যালুট জানাচ্ছেন কোচ ছোটন

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি