ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা

স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশীপে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জয় নিশ্চিত করলো সাবিনা-কৃষ্ণারা। দলের পক্ষে জোড়া গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার।

ফাইনাল ম্যাচে ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিক নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। দলের পক্ষে কৃষ্ণা রাণীর জোড়া গোল ছাড়া বাকি গোলটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র।

ম্যাচের শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ শুরুর ১০ মিনিটেই একাদশে আনতে হয়েছিল বদল। ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে উঠিয়ে নেন কোচ ছোটন। তবে বদলি হিসেবে নামা শামসুন্নাহার জুনিয়র দলকে গোল উৎসবে ভাসান।
sportsmail24

বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৩ মিনিট পরেই ম্যাচের ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে শামসুন্নাহার জুনিয়র। এরপর প্রধামর্ধেই জালে দেখা পান ম্যাচে জোড়া গোল করা কৃষ্ণা। ৪২তম মিনিটে কৃষ্ণার গোলে ২-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে টুর্নামেন্টে প্রথমবারের মতো গোল খায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টারত নেপালের পক্ষে ৭০তম মিনিটে দলকে গোল উপহার দেন অনিতা রানী। ফলে গোল ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
sportsmail24

গোল ব্যবধান কমিয়ে নেপালের সমতায় ফেরার আশার জল ঢেলে দেন কৃষ্ণা। ম্যাচের ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত আরও কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়ী হয়ে প্রথমবারের মতো সাফ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে আসরে অপরাজিত থাকা বাংলাদেশ নারী দল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা

কোচ ছোটনকেই কৃতিত্ব দিলেন সাবিনা

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

স্বপ্না-কৃষ্ণাদের ভূয়সী প্রশংসায় ভারতীয় কোচ সুরেন চ্ছেত্রি

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ফুটবল দল

ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ নারী ফুটবল দল

প্রয়াত ভাইকে গোল উৎসর্গ করেন ঋতুপর্ণা

প্রয়াত ভাইকে গোল উৎসর্গ করেন ঋতুপর্ণা