কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তানের সেনাবাহিনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২২
কাতার বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে পাকিস্তানের সেনাবাহিনী

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। ক্রীড়া জগতের সবচেয়ে জনপ্রিয় এ মহাযজ্ঞে নিরাপত্তা প্রদানের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দল কাতার বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত থাকবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, দেশটির তথ্যমন্ত্রী মারিয়াম আওরঙ্গজেব সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারের সাথে চুক্তির আওতায় বিশ্বকাপে সেনা সদস্য পাঠাবে পাকিস্তান।

ফুটবল বিশ্বকাপে সেনা পাঠানোর বিষয়ে ইতিমধ্যে দোহা ও ইসলামাবাদের মধ্যে হওয়া খসড়া চুক্তিটি পাকিস্তানের মন্ত্রিসভার অনুমোদন দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাতারে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

পাকিস্তানের মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে নিরাপত্তার বিষয়ে কাতার থেকে পাকিস্তানের কাছে সহায়তা চেয়েছে।

sportsmail24

আরও বলা হয়, “পাকিস্তান এবং কাতারের মধ্যে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যার মূলে রয়েছে গভীর বিশ্বাস, পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সহযোগিতা। সম্পর্কটি দ্বিপাক্ষিক স্বার্থের সকল ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয়ের দ্বারা চিহ্নিত করা হয়।” -যার ফলে কাতারের ডাকে দেশটিতে সেনা পাঠানোর বিষয়ে পাকিস্তান সম্মত হয়েছে বলেও জানানো হয়।

চলতি বছরের ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে। মোট ৩২ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

এদিকে, বিশ্বকাপ উপলক্ষে স্টেডিয়াম নির্মাণসহ সকল ধরেন প্রস্তুতি গ্রহণ করেছে কাতার সরকার। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির কোনো কমতি রাখছে না মুসলিম অধ্যুষিত দেশটি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি, কাতারে নামবে নতুন চার হাজার বাস

বিশ্বকাপের সাড়ে ২৪ লাখ টিকিট বিক্রি, কাতারে নামবে নতুন চার হাজার বাস

কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে আনলো ফিফা

কাতার বিশ্বকাপ একদিন এগিয়ে আনলো ফিফা

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

কাতার বিশ্বকাপের ‘বিশেষ’ পাঁচ তথ্য

কাতার বিশ্বকাপের ‘বিশেষ’ পাঁচ তথ্য