হারের দায় নিজের কাঁধে নিলেন ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৪ আগস্ট ২০২২
হারের দায় নিজের কাঁধে নিলেন ইউনাইটেড গোলরক্ষক ডি গিয়া

টানা দুই ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২২-২৩ মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিপক্ষে হারের পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-০ গোলের বড় হারের মুখোমুখি হয়েছে। দলের এমন শোচনীয় পরাজয়ের এই দায়ভার নিজের কাঁধে নিয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।

শনিবার (১৩ আগস্ট) খেলা শুরুর ১৮ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রেড ডেভিলদের গোলপোস্টে চারবার বল ঢুকায় স্বাগতিকরা।

প্রিমিয়ার লিগে প্রথমবার প্রথমার্ধে চার গোল হজম করা ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবারের নিচে ছিলেন ডেভিড ডি গিয়া। ম্যাচ হারের পর ৩১ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, “আমার মনে হয়, আমার কারণে দল আজ ৩ পয়েন্ট হারিয়েছে। প্রথম ভুলের পর আরও একটা ভুল করেছি। ওই সময় খেলা খুব কঠিন ছিল, খারাপ একটা দিন।”

ব্রেন্টফোর্ডের প্রথম গোল আটকানো উচিত ছিল বলেও মত ডি গিয়ার। বলেন, “প্রথম শটটা আমার আটকিয়ে দেওয়া উচিত ছিল। সেটা হলে ফল ভিন্ন হতে পারতো। সবসময় ভালো খেলার লক্ষ্য থাকার পরও ওরা আমাদেরকে চেপে ধরেছিল।”

ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় রাউন্ডের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই ব্যাকফুটে আছে ক্লাবটি। অলরেডদের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের উন্নতির জায়গা দেখছেন এই গোলরক্ষক।

ডি গিয়া বলেন, “আমাদের সবার অবস্থায় এখন এক। আমাদের এখন একসাথে উন্নতি করা ছাড়া আর কোনো উপায় নেই।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

হারের দিনে ব্রেন্টফোর্ডে ‘দুয়ো’ শুনলেন এরিকসেন

হারের দিনে ব্রেন্টফোর্ডে ‘দুয়ো’ শুনলেন এরিকসেন

৫০ শতাংশ ফিট হলেও রোনালদোকে একাদশে রাখা উচিত

৫০ শতাংশ ফিট হলেও রোনালদোকে একাদশে রাখা উচিত

হারের দিনে গ্যালারিতে মারামারিতে জড়ালেন ইউনাইটেড সমর্থকরা

হারের দিনে গ্যালারিতে মারামারিতে জড়ালেন ইউনাইটেড সমর্থকরা

রোনালদোর ফিটনেসে ‘ঘাটতি’ দেখছেন কোচ টেন হাগ

রোনালদোর ফিটনেসে ‘ঘাটতি’ দেখছেন কোচ টেন হাগ