ইউনাইটেডের প্রাক মৌসুম সফরে নেই রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ পিএম, ০৮ জুলাই ২০২২
ইউনাইটেডের প্রাক মৌসুম সফরে নেই রোনালদো

পারিবারিক কারণ দেখিয়ে এখনও ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। এ কারণে তাকে ছাড়াই প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঠিক কি কারণে রোনালদো প্রাক মৌসুম সফরে যাচ্ছেন না সেই বিষয়টি নিশ্চিত করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। বৃটিশ সংবাদমাধ্যমের খবর পারিবারিক কারণে ১৫ দিন অতিরিক্ত ছুটি কাটাচ্ছেন রোনালদো।

মঙ্গলবার (১২ জুলাই) থাইল্যান্ডে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচ দিয়েই নতুন কোচ এরিক টেন হ্যাগের অধীনে খেলা শুরু করবে রেড ডেভিলরা।

থাইল্যান্ডে ওই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় উড়াল দিবে ইউনাইটেড। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও পার্থে তিনটি ম্যাচ খেলবে এরিক টেন হ্যাগের শিষ্যরা। এর মধ্যে ছুটি কাটিয়ে দলের সাথে রোনালদো যোগ দিবেন কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দিন কয়েক আগে রোনালদো ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন তিনি ক্লাব ছাড়তে চান। তার জন্য ভালো কোনো প্রস্তাব এলে তাকে ছেড়ে দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। শেষ পর্যন্ত কি হবে তা জানতে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই সমর্থকদের।

রোনালদো ক্লাব ছাড়তে চাইলেও চ্যাম্পিয়নস লিগে খেলে এমন কোনো ক্লাব ছাড়া অন্য কোথায় যাবেন না সেই বিষয়টিও জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছেন চেলসি মালিক টড বোয়েলি। কোচ টমাস টুখেলের সবুজ সংকেত পেলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবে ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ

রোনালদো থাকতে না চাইলে 'বিদায়' দিতে বললেন ম্যানইউ কোচ হাগ

টুখেলের সবুজ সংকেত পেলেই রোনালদোকে চান চেলসি মালিক

টুখেলের সবুজ সংকেত পেলেই রোনালদোকে চান চেলসি মালিক

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো