মেসি-নেইমার-এমবাপকে নিয়ে অন্যতম সেরা আক্রমণভাগ পিএসজির। অথচ সেরা তিন তারকা থাকার পরও চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। বিদায়টা এখনো মেনে নিতে পারছেন না এমবাপে। তিনজনের ইদানিং সময়ের রসায়নটা তাই ‘লজ্জাজনক’ বলে অভিহিত করলেন ফরাসি তারকা।
সাম্প্রতিক সময়ে দুর্দান্তভাবে জ্বলে উঠছেন পিএসজি ত্রয়ী। মৌসুমের শেষের দিকে একসাথে ক্লিক করতে শুরু করেছেন তিনজন। শনিবার লিগ ওয়ানে ক্লারমন্টের বিপক্ষে ৬-১ গোলে জয়ে হ্যাটট্রিক করেন এমবাপে ও নেইমার। তিনটি গোলে সহায়তা করেন মেসি।
ম্যাচের পর নিজেদের মধ্য যোগসূত্রের বন্ধন নিয়ে ফরাসি এক গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপ্পে বলেন, ‘মেসি এবং নেইমারের সাথে মাঠের রসায়নটা এখন ঘটছে, এটা আসলেই লজ্জার বিষয়।’
এমবাপে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অথচ তার ক্লাব ছাড়া নিয়ে কথা হবেনা, তা অসম্ভব। এই ব্যাপারে কথা উঠলো এবারও। বাড়তি টুইস্ট হিসেবে তার জন্য প্রশ্ন ছিল, মেসি বা নেইমার কি এমবাপ্পের ভবিষ্যৎকে প্রভাবিত করবে?
জবাবে এমবাপে জানিয়েছেন, মেসি এবং নেইমারের উপস্থিতি কোনো প্রভাব ফেলতে যাচ্ছে না। এমবাপ্পে যোগ করেন, ‘নেইমার বা মেসি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে কি না সেই প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যেই দিয়েছি। তারা জুলাই মাস থেকে এখানে আছে। আমি ইতিমধ্যে তাদের অনেকবার দেখেছি।’
ওইদিকে মাউরিসিও পচেত্তিনো স্পষ্ট করেছেন যে তিনি আশা করেন এমবাপে পিএসজিতেই থাকবেন। তিনি বলেছিলেন, ‘আমরা তার জন্য এবং ক্লাবের জন্য সেরাটা চাই এবং সবচেয়ে ভালো জিনিস হলো সে থাকুক। তারপরেও আলোচনার মাধ্যমে একটি সফল সিদ্ধান্তে আসতে হবে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি