ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) আসার পর থেকেই সময়টা একদম ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। তার উপর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দায়ে শুনতে হয়েছে দর্শকের দুয়ো। সব মিলিয়ে ফ্রান্সে মেসির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আর্জেন্টাইন কিংবদন্তি মারিও কেম্পেস।
কেম্পেস বিশ্বাস করেন, পিএসজিতে মোটেই সুখী নয় মেসি। ওইদিকে পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে গেলেও তারা মেসির প্রত্যাবর্তন নিয়ে অতোটা খুশি হবে না। তবে যাই হোক, মেসিকে আর বেশিদিন ফ্রান্সে দেখছেন না আর্জেন্টাইন কিংবদন্তি।
সুপার দেপোর্তিভো রেডিওকে কেম্পেস বলেন, ‘আমি জানি না বার্সেলোনা তাকে হৃদয় দিয়ে স্বাগত জানাবে কিনা। কারণ সে এমনভাবে চলে গেছে যা কেউ আশা করেনি। এখন সে এভাবে ফিরে আসবে যা কেউ আশা করে না। এটাই হচ্ছে সবচেয়ে জটিল।
কেম্পেস আরও বলেন, ‘যদি মেসি পিএসজিতে ক্লান্ত হয়ে যায়, তবে নিজেকেই তার পরিস্থিতি সমাধান করতে হবে এবং দেখতে হবে সে তার ভবিষ্যৎ নিয়ে কী করতে চায়।
বার্সেলোনার মেসিকে স্মরণ করিয়ে দিয়ে ৬৭ বছর বয়সী এই আর্জেন্টাইন বলেন, ‘পিএসজি বার্সেলোনা নয়। বার্সেলোনায় মেসি রাজা ছিল। পিএসজিতে সে বার্সেলোনার মতো খুশি নয়। সে এখনো বিশ্বের রাজা কিন্তু ফলাফল আসছে না। আমি মনে করি মেসি পিএসজিতে বেশিদিন টিকবে না যদি পরিস্থিতি এখনকার মতো চলতে থাকে।’
কেম্পেস বেশি চিন্তিত আর্জেন্টিনার মেসিকে নিয়ে। তিনি বলেন, ‘আমি মেসির মধ্যে যথেষ্ট উদ্বেগ দেখতে পাচ্ছি। শুধু পিএসজির জার্সিতেই নয়। মেসির সেই মুখ দেখে আমার চিন্তা হচ্ছে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে সে কী করতে পারবে।’
সাবেক আর্জেন্টাইন চান দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দিক মেসি। তিনি বলেন, ‘সে পিএসজি, বার্সেলোনায় যেমনই খেলুক, আমি একটুও চিন্তা করি না। আমি মেসির কাছ থেকে জাতীয় দলের জন্য ২০০ ভাগ চাই। আমি চাই সে মানসিক এবং শারীরিকভাবে সেরা ফর্মে ফিরে আসুক।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি