সতীর্থদের পরামর্শ মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ৩১ মার্চ ২০১৮
সতীর্থদের পরামর্শ মেসি

স্পেনের কাছে ১–‌‌৬ ব্যবধানে পরাজয়।‌ চোখের সামনে সেই পরাজয় বসে দেখা যে কতখানি দুর্বিষহ ছিল তার কাছে, অনুমান করা যায়। কিন্তু এতগুলো গোল নিজের দল হজম করার পরও অদ্ভুত শান্ত ছিলেন লিওনেল মেসি।

ম্যাচের পর সতীর্থদের দিলেন এমন পরামর্শ, যা সেই মুহূর্তে সবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। মেসি সতীর্থদের গিয়ে বলেন, "এই হার আমাদের আরও শক্তিশালী করবে। ঐক্যবদ্ধ করবে।"

এরপর আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসির কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়ে ইতিবাচক উত্তর দিয়ে জানান, "‌লিও কী করেছে?‌ যেটা করেছে, সত্যি ভাল। খুবই ভাল। সত্যি বলছি।"



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

মেসির দ্রুততম গোলের রেকর্ড

মেসির দ্রুততম গোলের রেকর্ড

৬০ বছরে প্রথমবার কোয়ার্টারে সেভিয়া

৬০ বছরে প্রথমবার কোয়ার্টারে সেভিয়া