স্পেনের কাছে ১–৬ ব্যবধানে পরাজয়। চোখের সামনে সেই পরাজয় বসে দেখা যে কতখানি দুর্বিষহ ছিল তার কাছে, অনুমান করা যায়। কিন্তু এতগুলো গোল নিজের দল হজম করার পরও অদ্ভুত শান্ত ছিলেন লিওনেল মেসি।
ম্যাচের পর সতীর্থদের দিলেন এমন পরামর্শ, যা সেই মুহূর্তে সবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। মেসি সতীর্থদের গিয়ে বলেন, "এই হার আমাদের আরও শক্তিশালী করবে। ঐক্যবদ্ধ করবে।"
এরপর আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসির কথা শুনে খুবই অনুপ্রাণিত হয়ে ইতিবাচক উত্তর দিয়ে জানান, "লিও কী করেছে? যেটা করেছে, সত্যি ভাল। খুবই ভাল। সত্যি বলছি।"