একই সময়ে দুই মহামদেশে চলছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৬ টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। একই দিন দিনগত রাতে ১ টায় অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দুই ফাইনালেই মাঠে উপস্থিত থাকবেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফেন্তিনো।
বর্তমানে উত্তর-মধ্য আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের একটি অনুষ্ঠানে অংশ নিতে মার্কিন মুলুকে অবস্থান করছেন ফিফা সভাপতি। সেখান থেকেই সরাসরি মারাকানায় বসে কোপা আমেরিকার ফাইনাল দেখবেন। কোপা আমেরিকার ফাইনাল শেষ করে সরাসরি লন্ডনে উড়ে যাবে তিনি। লন্ডনের ওয়েম্বলিতে দেখবেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের শীর্ষ স্থানীয় গণমাধ্যম গ্লোব। এদিকে কোপা আমেরিকার ফাইনালের দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার চিন্তা ভাবনা করছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তবে সাধারণ দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না। প্রবেশ করতে পারবেন নির্বাচিত কিছু দর্শক।
কোপা আমেরিকার ফাইনাল অনুষ্ঠিত হবে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। মারাকানার দর্শক ধারণা ক্ষমতা ৭৮ হাজার। তবে মোট আসনের ১০ শতাংশ (৭৮০০) মাঠে প্রবেশের সুযোগ পাবেন। ফাইনালে থাকা ফুটবলার, ম্যাচ এবং টিম অফিসিয়ালরা দুইজন করে অতিথি আনতে পারবেন মাঠে। এছাড়াও স্পন্সর প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিরা নির্ধারিত টিকিটের মাধ্যমে নিজেদের ঘনিষ্ঠ ব্যক্তিদের মাঠে আনতে পারবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]