মাঠের নামার আগে টাইব্রেকারে যেন যেতে না হয় সেই প্রার্থনা ছিল আর্জেন্টিনার। তবে শেষ পর্যন্ত টেইব্রেকারেই ফলাফল নির্ধারিত হলো। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফর্ম্যান্সে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা।
বুধবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া কোপার দ্বিতীয় মেসিফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ হলো টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় নিওনেল মেসির আর্জেন্টিনা।
রুদ্ধশ্বাস টাইব্রেকারে ব্যবধান গড়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলম্বিয়ার পাঁচটি শটের মধ্যে তিনটিই ঠেকিয়ে দেন তিনি।
টাইব্রেকারে শট নেয় কলম্বিয়া। হুয়ান কুয়াদরাদোর প্রথম শটে গোল পায় তার। তবে তাদের দাভিনসন সানচেস ও ইয়েরি মিনার শট দুটি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর মিগুয়েল বোরহার বুলেট গতির শট জাল খুঁজে নিলেও এদউইন কারদোনার নেওয়া কলম্বিয়ার শেষ শট ঠেকিয়ে দেন মার্টিনেজ।
কলম্বিয়ার তিনটি শট ঠেকিয়ে দেওয়ায় নিজেদের শেষ শটটি আর করতে হয়নি আর্জেন্টিনার। এর আগেই ফাইনালে যাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠে আর্জেন্টিনা।
টাইব্রেকারে দলের হয়ে প্রথম শট নেন লিওনেল মেসি। মেসি গোল করলেও দ্বিতীয় শটে রদ্রিগো দে পল আকাশে উড়িয়ে মারেন। তবে পরের দুটি শটে ঠিকঠাক গোল আদায় করেন যথাক্রমে লেয়ান্দ্রো পারেদেস এবং লাউতারো মার্টিনেজ।
#CopaAmérica
— Copa América (@CopaAmerica) July 7, 2021
¡Para el infarto! Tremenda definición por penales entre @Argentina y @FCFSeleccionCol, con Emiliano Martínez ???????? como gran figura
???????? Argentina Colombia ????????#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/g8kAqAbwSH
এর আগে ম্যাচে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের বষয় যখন মাত্র ৭ মিনিট তখনই গোল পেয়ে যায় মেসিরা। লাউতারো মার্টিনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
এগিয়ে থেকে বিরতিতে গেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ৬১তম মিনিটে সমতায় ফিরে কলম্বিয়া। লুইস ডিয়াজের গোলে সমতায় ফিরে কলম্বিয়া। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
কোপার এবারের আসরে প্রথম সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। ফলে ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা। কোপার ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায়।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]