বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরপরই ব্রিটিশ বাংলাদেশি পেশাদার ফুটবলার হামজা চৌধুরীকে দলে পাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন কোচ জেমি ডে। সে সময় সাড়া দেননি হামজা। তবে এখন বলছেন, ইচ্ছা আছে, সুযোগ পেলে লাল-সবুজের জার্সি পড়ে খেলবেন।
২২ বছর বয়সী হামজার পুরো নাম হামজা দেওয়ান চৌধুরী। মা বাংলাদেশি হলেও বাবা গ্রেনাডিয়ান। ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাউগবার্গে জন্ম নেওয়া এ ফুটবলার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে।
বাংলাদেশ ফুটবল দলে দু’জন প্রবাসী ফুটবলারকে যুক্ত করা হতে পারে বলে খবর বেরিয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেও একই তালিকায় রয়েছেন। তাদের তিনজনের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কাছ করছে।
আরও পড়ুন> এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন
এদিকে, হামজা চৌধুরী প্রথম দিকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী না হলেও এখন বলছেন ‘সুযোগ’ পেলে খেলবেন। সম্প্রতি দেশের বেসরকারি টিভি চ্যানেল আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে হামজা চৌধুরী বলেন, ‘ইচ্ছা আছে (বাংলাদেশে খেলার)। আপাতত লেস্টারের হয়ে ভালো খেলার চেষ্টায় আছি। সেখানেই আমার মনোযোগ। আমি জানি বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। ইনশাল্লাহ, সুযোগ পেলে খেলবো।’
আরও পড়ুন> এলিটা-নবাবদের জাতীয় দলের পথ দেখালেন জেমি ডে
নিজে ফুটবলার হলেও ক্রিকেট এবং টেনিস খেলা দেখেন তিনি। ক্রিকেটকে ভালোবাসায় বাংলাদেশের বিশ্বসেরা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবালকেও চেনেন হামজা। বলেন, ‘ক্রিকেট দেখি। সুযোগ পেলে টেনিসও। সাকিব আল হাসানকে সবাই পছন্দ করে। মুশফিকুর রহিম ও তামিম ইকবালও খুব ভালো খেলেন।’
ফুটবলে হামজার পছন্দের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বর্তমান সময়ে তার চোখে সেরা ফুটবলার লিওলেন মেসি। আর ফুটবল জগতে হামজার আইডল জিনেদিন জিদান।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]