কোপার পাঁচ দলেই করোনার হানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩২ এএম, ২০ জুন ২০২১
কোপার পাঁচ দলেই করোনার হানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত ব্রাজিল। এর মধ্যে ব্রাজিল জুড়ে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। দিন যত যাচ্ছে ততই নতুন করে ফুটবলার, কর্মকর্তাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সর্বমোট ৮২ জন খেলোয়াড় ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।

ব্রাজিলীয় সরকারের ভাষ্যমতে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে সংশ্লিষ্টদের মধ্যে আগের দিনের তুলনায় আরও ১৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, অংশ নেয়া দশ দেশের মধ্যে পাঁচ দেশের ফুটবলারই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এক বিবৃতিতে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোট ৬৯২৬ জনের কোভিড-১৯ টেস্ট করিয়ে ৩৭ জন খেলোয়াড় ও ৪৫ জন কর্মী করোনা পজিটিভ হয়েছেন। পাশাপাশি টুর্নামেন্ট এর আয়োজক শহরগুলোতেও বেড়েছে করোনা সংক্রমণের হার।

করোনায় আক্রান্ত হওয়া পাঁচ দেশ হলো: ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, পেরু ও চিলি। ব্রাজিলের রিও ডি জেনিরো, ব্রাসিলিয়া, কুইয়াবা ও গোয়ানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের কোপা আমেরিকা।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

পেছালো ফুটবল লিগ, নতুন সূচিতে চার ভেন্যু

পেছালো ফুটবল লিগ, নতুন সূচিতে চার ভেন্যু

হাসপাতাল থেকে মুক্তি পেয়ে ‘মাঠে’ এরিকসেন

হাসপাতাল থেকে মুক্তি পেয়ে ‘মাঠে’ এরিকসেন

ব্রাজিল সেরা দল, আর্জেন্টিনা ট্রফির দাবিদার: ডি মারিয়া

ব্রাজিল সেরা দল, আর্জেন্টিনা ট্রফির দাবিদার: ডি মারিয়া

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার স্বস্তির জয়