প্রথমার্ধে মাত্র ১ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তেতে উঠে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। একের পর এক গোলে পেরুকে ঠিক উড়িয়ে দিয়েছে নেইমাররা। নেইমার-হেসুসদের গোলে পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে ব্রাজিল। এ জয়ে কোপা ‘এ’ গ্রুপের শীর্ষস্থান আরও পোক্ত করলো স্বাগতিকরা।
বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত রাতে রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে শুরু থেকেই পেরুর উপর আদিপত্য বিস্তারে চেষ্টা চালায় ব্রাজিল। তারই ধারাবাহিকতায় গোলও পেয়ে যায় তারা। ম্যাচের ১২তম মিনিটে আলেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল।
গোলের লিড নিলেও প্রথমার্ধে ঠিক ব্রাজিলসুলভ খেলতে পারেনি কোপার স্বাগতিকরা। উল্টো ব্রাজিলের রক্ষণে বেশ কয়েকবার হানা দিয়েছে পেরু। তবে গোল করতে পারেনি। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে স্বরূপে ফিরে ব্রাজিল। প্রথমার্ধের ব্রাজিল যেন একেবারে বদলে যায়। ৫২তম মিনিটে দানিলোর শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যাওয়া গোল বঞ্চিত হয়। এরপর ৬৩তম মিনিটে বাতিল হয় পেনাল্টির সিদ্ধান্ত। আর এতেই যেন তেতে উঠে ব্রাজিল।
পেনাল্টি না পাওয়া নেইমার পাঁচ মিনিট পরেই গোল করেন। ফ্রেডের কাছ থেকে পাওয়া বল ২০ গজ দূরে জায়গা বানিয়ে পেরুর গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ব্রাজিলকে এগিয়ে দেওয়ার গোলটি জাতীয় দলের হয়ে নেইমারের ৬৮তম সাফল্য।
শেষ দিকে আরও দুই গোল হজম করে পেরু। নির্ধারতি সময়ের শেষ মিনিটে (৮৯তম মিনিট) গোল করেন এভারটন রিবেইরো। ব্রাজিলের জার্সি গায়ে এটিই তার প্রথম গোল। আর অতিরিক্ত ছয় মিনিটের তৃতীয় মিনিটে পেরুর জালে শেষ পেরেক মারে রিচার্লিসন।
এ জয়ে কোপা আমেরিকায় নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখলো ব্রাজিল। নিজেদের দুই ম্যাচেেই জয় তুলে নেওয়া ব্রাজিলের পয়েন্ট ৬। অন্যদিকে, দুই ম্যাচেৈই হেরে টেবিলের তলানিতে পেরু।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]