দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আবারও লকডাউনের দিকে এগিয়েছে সরকার।সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া সাতদিনের লকডাউন চলাকালীন দেশের সকল স্তরের ফুটবল খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (৩ এপ্রিল) দিনগত রাতে এক বিবৃতিতে বাফুফে এ বিষয়টি নিশ্চিত করেছে।
কিছুদিনেই মধ্যেই শুরু হওয়ার কথা ছিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড। শুরু হওয়ার কথা ছিল এএফসি কাপের ম্যাচও। তবে এখন সবই অনিশ্চয়তার মুখে পড়ল।
নারী ফুটবল লিগ, তৃতীয় বিভাগ ফুটবল, চ্যাম্পিয়নশীপ লিগের খেলাও চলছিল এ সময়ে। তবে আপাতত বন্ধ থাকবে এ ম্যাচগুলোও।
তবে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে এবং সরকার থেকে সবুজ সংকেত পেলে আবারও মাঠে গড়াবে ফুটবল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]