উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে না পারায় দেশের হয়ে শততম গোল করার অপেক্ষা বাড়ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে অসাধারণ এক ফ্রি-কিকে দেশের হয়ে প্রথম ও ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
দীর্ঘ বিরতি শেষে উয়েফা নেশনস লিগ দিয়ে মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল রোনালদোর পর্তুগাল। পায়ে সংক্রমণের কারণে প্রথম ম্যাচে খেলা হয়নি রোনালদোর। রোনালদো না খেললেও ওই ম্যাচে ৪-১ গোলে ম্যাচ জিতেছিল পর্তুগাল।
চোট কাটিয়ে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেন রোনালদো। মাঠে ফিরেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ধলকে জেতানোর পাশাপাশি দেশের হয়ে প্রথম ও ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে প্রায় ২৫ গজ দুর থেকে নেওয়া অসাধারণ এক ফ্রি-কিকে গোল করে এই রেকর্ড স্পর্শ করেন তিনি। ১৬৫ ম্যাচ খেলে এই কীর্তি গড়েন তিনি। জুভেন্টাসের এই তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, যার গোল সংখ্যা ১০৯টি।
দেশের হয়ে সবচেয়ে বেশি গোল করা পাঁচ ফুটবলার-
১. আলি দাই - ১০৯ গোল
২. ক্রিস্টিয়ানো রোনালদো - ১০১ গোল
৩. মোক্তার দাহারি - ৮৬ গোল
৪. ফেরেঙ্ক পুসকাস - ৮৪ গোল
৫. গডফ্রে চিতালু - ৭৯ গোল
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]