হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

মো. রাকিবুল হক মো. রাকিবুল হক প্রকাশিত: ০১:৫৭ এএম, ০৯ জুন ২০২১
হার্ট প্রতিস্থাপনের পরও ফুটবল মাঠে ১৪ বছরের তরুণী

ফুটবল কারো কাছে শুধুই একটি খেলা নয়, এর চেয়ে বেশি কিছু। ফুটবল খেলে অনেকে যেমন নিজের ক্যারিয়ারকে দাঁড় করিয়েছেন আবার কেউবা হয়েছেন গুরুত্বর আহতও। তবুও ফুটবলের প্রতি ভালোবাসা মানুষের ছিল, আছে এবং থাকবে। ফুটবলের প্রতি ভালোবাসার এমন উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন এক কিশোরী মেয়ে।

কায়েলিগ লেউইলাইন নামের ১৪ বছর বয়সী মেয়েটি ভালোবাসতেন ফুটবলকে। তবে শারীরিক সমস্যার কারণে সেই ভালোবাসার ফুটবল থেকে দূরে সরে যেতে হয় তাকে। কথায় আছে, ভালোবাসার কাছে হার মানে সবকিছু। সেটিই যেন করে দেখালেন কায়েলিগ।

সচারাচর আমরা অনেকেই ইনজুরির ভয়ে কিংবা আহত হলে ফুটবল থেকে নিজেদের সরিয়ে নেয়। কিন্তু কায়েলিগ তার নিজের হার্ট ট্র্যান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করার পরও ফিরে এসেছেন ফুটবলের টানে কেবলই ফুটবলকে ভালোবেসে। কায়েলিগের এমন দৃষ্টান্ত ফুটবলের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েই থাকবে।

কায়েলিগ শুধু ফুটবল মাঠেই ফিরেননি, মাঠে নেমে শিরোপা জিতিয়েছেন নিজের দলকেও। অনূর্ধ্ব ১৫ রাসেল ফোস্টার ইয়থ লিগে নিজের দল এন এস জি প্যান্থারসকে শিরোপা জেতান এই কিশোরী।

যার কল্যাণে নিজের জীবন পুনরায় ফিরে পেয়েছেন ১৯ বছর বয়সী সেই তরুণকে ধন্যবাদ জানাতেও ভুলেননি কায়েলিগ। নাম গোপন থাকা ওই ব্যক্তির জন্য উপহারও দেন কায়েলিগ। একই সাথে মেডিকেল টিমের প্রতিও কৃতজ্ঞতা জানান কায়েলিগ।

এক চিঠিতে কায়েলিগ লিখেন, 'আমি প্রতিজ্ঞা করছি আমি আমার হার্ট এর যত্ন নিবো। আর এই হার্ট এর মধ্য দিয়ে তুমি সব সময় আমাদের হৃদয়ে স্থান করে নিবে।'

ফাইনাল ম্যাচে কায়েলিগকে খেলতে দেখে এবং কায়েলিগের হাতে শিরোপা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কিশোরীর বাবা শন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'এটা খুবই আবেগের ব্যাপার ছিল। সেদিন আমরা কেউই নিজেদের চোখ শুকনো রাখতে পারেনি।'

ফুটবলের প্রতি কায়েলিগের এমন ভালোবাসায় মুগ্ধ কোচ ব্যারি টেম্পলও। তিনি বলেন, 'শিরোপা জেতা সব সময় আনন্দের। আর যখন দেখি কায়েলিগ ট্রফি গ্রহণ করছে তখন আবেগপ্রবণ হয়ে পড়ি।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেনের জার্সি নিয়ে রাশিয়ার ক্ষোভ

ইউক্রেনের জার্সি নিয়ে রাশিয়ার ক্ষোভ

লাটভিয়াকে উড়িয়ে দিল জার্মানি

লাটভিয়াকে উড়িয়ে দিল জার্মানি

ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস

বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ

বোকা ছাড়লেও ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাচ্ছেন না তেভেজ