জুনের শুরুতে ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ১৭ মে ২০২০
জুনের শুরুতে ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়

ফাইল ছবি

করোনার কারণে বন্ধ রয়েছে সবধরনের ক্রীড়া ইভেন্ট। দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার (১৬ মে) বুন্দেসলিগার হাত ধরে মাঠে ফিরেছে ফুটবল। ফুটবলের পর এবার ক্রিকেট ফেরার আশা জাগাচ্ছে অস্ট্রেলিয়া।

সর্বশেষ ১৩ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। এবার ৬ জুন থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এছাড়া পরের সপ্তাহেই শুরু হবে ওয়ানডে টুর্নামেন্ট। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।

করোনার সময়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট শুরুর সিদ্ধান্ত বেশ সাড়া ফেলেছে ক্রীড়া মহলে। তবে বেশ কিছু নিয়ম বদলে মাঠে ক্রিকেট ফেরাতে প্রস্তুত টুর্নামেন্ট কমিটি।

আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশিকা মেনেই ক্রিকেট চালু করতে চায় তারা। কেউ যেন করোনায় আক্রান্ত না হয় তাতে বাড়তি নজরের আশ্বাস দিয়েছে টুর্নামেন্ট কমিটি।

করোনার এই সময়ে মাঠে ক্রিকেট ফেরালে দর্শক বড় ধরনের ইস্যু হতে পারে। এদিকে দর্শকশূন্য মাঠে বুন্দেসলিগা শুরু করেছে জার্মানি। তবে ক্রিকেট ম্যাচগুলো ফাঁকা গ্যালারিতে হবে কি-না তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে বৈয়ার্ড বলেছেন, আইসিসি নতুন উপায় সন্ধানের জন্য বিশ্বের সমস্ত ক্রিকেট সংস্থার সাথে কাজ করছে। আমি মনে করি, বলে লালা ব্যবহার করতে না দেওয়া একটি যৌক্তিক পদক্ষেপ।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত যে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে থেকে যা কিছু অনুমোদন দেওয়া হবে এবং যা অনুমোদন দেওয়া হবে না -তার সবটাই মেনে চলবো।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘শচীনকে আউট দিতে ভয় পেয়েছিলেন আম্পায়ার’

‘শচীনকে আউট দিতে ভয় পেয়েছিলেন আম্পায়ার’

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল