নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অপরিবর্তিত পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অপরিবর্তিত পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা দলটিই রেখে দিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। আগামী বুধবার আবু ধাবিতে এ দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শেষ ম্যাচে ৩৩ রানে পরাজিত করে তিন টি-টিয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। এ জয়ের মাধ্যমে সীমিত ওভারের কোন সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে পাকিরা।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে উইনিং কম্বিনেশন ঠিক রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাকিস্তান নির্বাচকরা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে আগামী বুধবার আবু ধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী নিউজিল্যান্ড। পরবর্তী দুই ম্যাচ দুবাইতে আগামী শুক্র ও রোববার অনুষ্ঠিত হবে।

পাকিস্তান দল
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাইবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান সিনওয়ারি, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।



শেয়ার করুন :


আরও পড়ুন

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

মালদ্বীপের জালে ৯ গোল, সেমিতে বাংলাদেশ

মালদ্বীপের জালে ৯ গোল, সেমিতে বাংলাদেশ