টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ স্বাগতিক ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১২৭ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। ব্যাট হাতে দলে পক্ষে অপরাজিত সর্বোচ্চ ৩৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ।
গোয়ালিয়রে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই হোচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ওপেনার লিটদ কুমার দাস।
ইনিংসের পঞ্চম বলে দলীয় ৫ রানে ২ বলে ৪ চার করা লিটন ফিরেন সাজঘরে। লিটন ফেরার পর আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও হতাশ করেন। দীর্ঘদিন পর একাদশে জায়গা পাওয়া এ ব্যাটার ফিরেন ৮ রানে। ৯ বলের ইনিংসে একটি ছক্কার মার ছিল তার।
দুই ওপেনারকে হারিয়ে রানে চাকা সচল রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। তবে ইনিংসের সপ্তম ওভারে আউট হন হৃদয় (১২)। ফলে ৪০ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ (১) এবং জাকির আলী অনিক (৮) ফিরলে রানে চাকা সচল রাখেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের সাথে রিশাদ হোসেন ১১ এবং তাসকিন আহমেদ ব্যক্তিগত ১২ রানে ফিরেন।
শেষ দিকে শরিফুলৈ (০) এব“ মোস্তাফিজুর রহমান ১ রানে আউট হলে ১৯.৫ ওভারেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৩২ বলে ৩ চারে ৩৫ রানে অপরাজিত ছিলেন মিরাজ।