ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগারদের গায়ে নতুন জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৬ অক্টোবর ২০২৪
ব্যাটিংয়ে বাংলাদেশ, টাইগারদের গায়ে নতুন জার্সি

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। টস হেরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন, টসে জিতলে তিনিও বোলিং নিতেন।

ভারতের বিপক্ষে সিরিজে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ। শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ দলের নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক বছর পর টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন পারভেজ হোসেন। বাঁহাতি এ টাইগার ওপেনার সর্বশেষ ২০২৩ সালের ৬ অক্টোবর এশিয়ান গেমসে খেলেছিলেন। ওই ম্যাচেও প্রতিপক্ষ ছিল ভারত।

ভারতের একাদশে দীর্ঘদিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ দিয়ে ভারতের একাদশে নতুন দুই মুখ রয়েছে। পেসার মায়াঙ্ক যাদব এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ কুমার।

বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ভারতের একাদশ
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।



শেয়ার করুন :