ভারতের কাছে অস্ট্রেলিয়ার হার, বাংলাদেশ-আফগানিস্তানের দারুণ সুযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ এএম, ২৫ জুন ২০২৪
ভারতের কাছে অস্ট্রেলিয়ার হার, বাংলাদেশ-আফগানিস্তানের দারুণ সুযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১ এর সমীকরণ যেন শেষ হচ্ছে না। গ্রুপে নিজেদের তিন ম্যাচের সবগুলো জিতে ভারত সেমি-ফাইনাল নিশ্চিত করলেও বাকি তিন দলের জন্য এখনো রয়েছে সুযোগ। একটি করে জয় পাওয়া অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সাথে কোন জয় না পেয়েও সেমির পথে এখনো টিকে রয়েছে বাংলাদেশ।

সোমবার (২৪ জুন) দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে ২৪ রানে হেরে গেছে অস্ট্রেলিয়া। এ হারে নিজেদের তিন ম্যাচ শেষে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। তবে রান রেট কমে দাঁড়িয়েছে ঋণাত্মকে (-০.৩৩১)।

গ্রুপে এখন মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে, যেখানে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) ভোরে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতিমধ্যে এক ম্যাচ জিতে ২ পয়েন্ট অর্জন করেছে রশিদ-নবিরা। তবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া কোন পয়েন্ট অর্জন করতে পারেনি বাংলাদেশ।

ভারত ছাড়া বাকি তিন দলেরই রানরেট ঋণাত্মক। আফগানিস্তানের রান রেট -০.৬৫০ এবং বাংলাদেশের -২.৪৮৯।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে সেমিতে যাওয়ার প্রতিদ্বন্দ্বি হবে বাংলাদেশও। তবে সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দল সেমি-ফাইনালে পা রাখবে। বাংলাদেশকে সেমিতে খেলতে হ লে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নিজেদের রান রেটও বাড়িয়ে নিতে হবে।
sportsmail24
ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিল

বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের সাথে টাইগারদের সমান ২ পয়েন্ট করে হবে। তবে যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে সকল সমীকরণ বাকি রেখে সেমিতে উঠবে আফগানিস্তান।

এদিকে, ভারত-অস্টেলিয়ার ম্যাচে ব্যাটিং ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৯২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও ব্যাটিং ঝলক দেখায়।

ট্রাভিস হেডের ৪৩ বলে ৭৬ রানের ইনিংসে ভড় করে দারুণ জবাব দেয় অস্ট্রেলিয়া। তবে বড় সংগ্রহ তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের বিপরীতের ১৮১ রানে থেমে যায় অস্ট্রেলিয়া ইনিংস। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

ভারতের কাছে এ হারে সেমি-ফাইনালের পথে কঠিন সমীকরণে পড়লো অস্ট্রেলিয়া। রান রেটে পিছিয়ে পড়া ছাড়াও এখন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।



শেয়ার করুন :