নেপালের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫১ এএম, ১৭ জুন ২০২৪
নেপালের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে খেলা নিশ্চিত করবে।

বিশ্বকাপে ইতিমধ্যে সাতটি দল সুপার এইটে খেলা নিশ্চিত করেছে। এ ম্যাচে হেরে গেলে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে নেদারল্যান্ডস জয়ী হলে সমীকরণ দাঁড়াবে রান রেটে। তবে নেদারল্যান্ড হেরে গেলে বাংলাদেশের সরাসরি সুপার এইট নিশ্চিত হবে।

নেপালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে কোন পরিবর্তন না আনলেও নেপাল একটি পরিবর্তন এনেছে। পেস অলরাউন্ডার কারান কেসির জায়গায় মিডল-অডার ব্যাটসম্যান সানদিপ জোরাকে একাদশে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

নেপাল একাদশ
কুশাল ভুরতেল, আসিফ শেখ, রোহিত পাউডেল, আনিল শাহ, দিপেন্দ্রা সিং ঐরি, কুশাল মাল্লা, গুলশান ঝা, সোম্পাল কামি, সানদিপ জোরা, সন্দীপ লামিছানে, আবিনাশ বোহারা।



শেয়ার করুন :