সুপার এইটে আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ১৪ জুন ২০২৪
সুপার এইটে আফগানিস্তান, নিউজিল্যান্ডের বিদায়

ইতিহাস গড়লো আফগানিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে খেলা নিশ্চিত করলো রশীদ খানরা। গ্রুপ পর্বে টানা তিন জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইে পা রাখলো তারা। আফগানিস্তানের সুপার এইট নিশ্চিতে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটলো নিউজিল্যান্ডের।

শুক্রবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপের ২৯তম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। এ জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে ওঠেছে তারা। একই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে যৌথভাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

নিজেদের দুই ম্যাচ খেলে কোন জয় না পাওয়া নিউজিল্যান্ড গ্রুপে সবার নিচে অবস্থান করছে। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না তারা। ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে পা রাখা দুই দলের কাছেই হেরেছে নিউজিল্যান্ড।

২০২১ আসরে ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। এছাড়া সর্বশেষ আট আসরেই প্রথম পর্ব পেরিয়েছিল তারা। তবে নিউজিল্যান্ডের দুর্ভাগ্যই বলতে হবে। এবার গ্রুপ পর্ব পেরুতেই পারলো না তারা।
sportsmail24
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে পারেনি পাপুয়া নিউগিনি

টস হরে প্রথমে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনিকে ইনিংসের এক বল বাকি থাকতে ৯৫ রানে গুটিয়ে দেয় আফগানিস্তান। পাপুয়া নিউগিনিকে শতরানের নিচের গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ফজল হক ফারুকী ৩টি এবং নবীন উল হক ২টি উইকেট মিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে গুলবাদিন নায়েবের অপারজিত ৪৯ রানের উপর ভর করে ২৯ বল থাকতেই ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। দলের সুপার এইট নিশ্চিত করার এ ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফজল হক ফারুকী।

গ্রুপ পর্বে বাকি থাকা একমাত্র ম্যাচে আফগানিস্তানের প্রতিপক্ষ এখন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই সমান ৬ পয়েন্ট থাকায় ওই ম্যাচের জয়ী দল গ্রুপ পর্বের শীর্ষস্থান দখল করবে।



শেয়ার করুন :